Menu

মিলিয়ে গয়না

মিলিয়ে গয়না

মিলিয়ে গয়না

ক্যাটস আইয়ের পরিচালক ও ডিজাইনার রুম্মাইলা সিদ্দিকী বলেন, ‘ছিমছাম ও চলতি ধারার গয়না পরা ভালো। গয়নার আকার ব্যক্তিত্ব প্রকাশেও সাহায্য করে। এ ছাড়া এবার গরমটাকেও মাথায় রাখতে হবে’। 


সাজে গয়নার প্রাধান্য ছিল, আছে, থাকবে। যুগের সঙ্গে মিলিয়ে শুধু পরিবর্তন হচ্ছে এর রং, নকশা। ঈদের সময় পোশাকের সঙ্গে মিলিয়ে গয়না পরার আগ্রহ বেড়ে যায় শত গুণ। এবারের গয়নায় বেশ কয়েক ধরনের নকশা দেখা যাচ্ছে। হালকা ও ভারী—দুই ধরনের গয়নাই বেশ চলবে। 


#নকশা #প্রথমআলো #ক্যাটস অাই