Menu

গরমে এমন পোশাক

গরমে এমন পোশাক

গরমে এমন পোশাক

‘গরমে আবার স্টাইল?’ ভ্রু কুঁচকে এই প্রশ্ন করার দিন শেষ। শুধু মানুষ না, এই সময়ে প্রকৃতিও থাকে ‘স্টাইল মুডে’। এই ব্যাখ্যা সুপারমডেল আসিফ আজিমের।

এই গরমে শার্ট, পলো শার্ট বা টি-শার্ট সবটাই পরার চল আছে। প্যান্টের ক্ষেত্রেও একই কথা—জিনস, গ্যাবার্ডিন বা পাতলা কাপড়ের খাটো প্যান্ট সবই দেখা যায়। দিনের অনেকটা সময়ই বাসায় বা বাসার কাছাকাছি দূরত্বে তরুণেরা খাটো প্যান্ট পরতে ভালোবাসেন। বন্ধুদের সঙ্গে ‘হ্যাং আউটের’ বেলায়ও খাটো প্যান্টের সঙ্গে অনেকে টি-শার্ট বা পলো শার্ট পরছেন। তবে সব পোশাকেই সুতি কাপড়ের প্রতি নির্ভরতা।

ক্যাটসআই এর পরিচালক ও ডিজাইনার সাদিক কুদ্দুস মনে করেন, ‘গরমে আরামের কথা ভাবলে সুতি কাপড়ের বিকল্প নেই। শার্টের নকশায়ও আছে নতুনত্ব। সব সময়ের জনপ্রিয় চেক শার্ট ছাড়াও নানা ধরনের ছাপা নকশা করা হয়েছে।’

পকেট ছাড়া শার্ট আছে। তবে চলতি ধারার শার্টে থাকছে পকেটের ব্যবহারও। এক ও দুই পকেটের এসব শার্টের কাঁধ, কলার বা হাতার ভাঁজে ছোট ছোট পরিবর্তন চোখে পড়বে। কলারেও আছে ভিন্নতা।

পোশাক : ক্যাটস আই

#প্রথমআলো #নকশাপ্রচ্ছদ 
#CATSEYE #summer2017